কুলাউড়ায় বঙ্গমাতার ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উদযাপন
কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায় বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে ‘বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ বিষয়ক আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
সভাশেষে মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন গরীব ও দুঃস্থ মহিলার মধ্যে ১ টি করে সেলাই মেশিন বিতরন করা হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন প্রদর্শন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, উপজেলা শিশু কর্মকর্তা (ভারঃ) আবুল বাশার প্রমুখ।