গলায় ফাঁস দিয়ে কুলাউড়ায় এক ব্যাক্তির আত্মহত্যা

কুলাউড়া উপজেলার পৌরশহরের দত্তরমুড়ি এলাকার রফিক মিয়া (৪০) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১১ টার দিকে নিজ ঘরের মধ্যে ঐ ব্যাক্তি আত্মহত্যা করেন। নিহত রফিক মিয়া দত্তরমুড়ি গ্রামের মৃত নজির আলীর ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে পরিবারের সকল সদস্যের সাথে রফিক মিয়া ভাত খেয়ে নিজ রুমে যান। পরে বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে রফিক আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর রুমে প্রবেশ করে গলায় ফাঁস দেয়া তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। রফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ