বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জুড়ীতে প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জুড়ী প্রেসক্লাবের আয়োজনে সম্প্রতি জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জুড়ী ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাস, জুড়ী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো’র জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, জুড়ী প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এমএম শামছুল ইসলাম, প্রাক্তন সহ-সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এবিএম নুরুল হক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, এনটিভি ইউরোপের জুড়ী-বড়লেখা প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, জুড়ীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরানুল ইসলাম, এটিএন বাংলা ইউকে’র প্রতিনিধি মিফতাহ আহমেদ রিটন, বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমেদ, সমাজচিত্রের সম্পাদক কামরুল হোসেন পলাশ, স্কাউট সদস্য সুপ্রিয়া সুত্র ধর, ঝিনুক সুত্র ধর।