বড়লেখায় ইউনিয়ন সমাজকর্মীর জিডি….
বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি মেম্বার এর বিরুদ্ধে উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী বুধবার বিকেলে থানায় জিডি করেছেন। এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ওই মেম্বারের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উত্তর শাহবাজপুর ইউপির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা বই বিতরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপকারভোগীদের মাঝে ভাতার বই বিতরণের এক পর্যায়ে ৯নম্বর ওয়ার্ডের সদস্য বদরুল আহমদ ইউনিয়ন সমাজকর্মী সুমতি রাণী ও সহকারী কামরুল ইসলামকে লাঞ্ছিত করে জোরপূর্বক ভাতাভোগীদের বই ছিনিয়ে নেন। বিষয়টি শোনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম হলরুমে ঢুকে বই ছিনিয়ে নেয়ার কারণ জানতে চাইলে ইউপি সদস্য তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। পরিস্থিতি খারাপ হলে সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মী সেখান থেকে চলে যান।
ভাতাভোগীর বই ছিনিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করে ইউপি মেম্বার বদরুল আহমদ জানান, ‘সভায় আমি একা ছিলাম না। সব ওয়ার্ডের মেম্বার ও উপকারভোগী ছিলেন। সকাল থেকে উপকারভোগীরা সেখানে বসা ছিলেন। দুপুরের পরে অনুষ্ঠান হওয়ায় অনেকের কষ্ট হচ্ছিল। মানুষের অনেক ভিড় ছিল। উপকারভোগীদের কষ্ট দেখে সমাজকর্মীকে বাইরে গিয়ে বই বিতরণের কথা বলি। কিন্তু তারা (সমাজকর্মী) মানেননি। তখন আমি বইগুলো বাইরে নিয়ে মানুষের নাম ধরে ধরে বইগুলো দিয়েছি। এখানে ছিনিয়ে নেয়ার কোন ঘটনা ঘটেনি, কাউকে লাঞ্ছিতও করিনি। এসব মিথ্যা কথা।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘ভাতাভোগীদের হাতে হাতে বই বিতরণ করা হচ্ছিল। হঠাৎ ইউপি সদস্য বদরুল আহমদ সমাজকর্মীর হাত থেকে বইগুলো নেয়ার জন্য উদ্যত হন। তার হাতে বই দিতে অস্বীকৃতি জানালে তিনি সমাজকর্মী ও অফিস সহকারীকে লাঞ্ছিত করে বইগুলো ছিনিয়ে নেন। বইগুলো উদ্ধারের চেষ্টা করলে তিনি মারমুখি আচরণ করেন। প্রতিকার চেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। বুধবার বিকেলে থানায় সাধারণ ডায়রি করেছি।’
ইউএনও মো. শামীম আল ইমরান বলেন, ‘নিয়ম অনুযায়ী সমাজসেবা অফিস থেকে ভাতার বই মানুষের হাতে হাতে দেয়ার কথা। কিন্তু ইউপি সদস্য বইগুলো ছিনিয়ে নিয়েছেন। এটা দুঃখজনক। অনেকগুলো বই হারিয়ে গেছে। সমাজসেবা অফিসার লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’