সিলেটে ১৪৯ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে আবারো একদিনে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমাঝে ওসমানীর ল্যাবে ১১৪ জন ও শাবির ল্যাবে ৩৫ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনাক্তদের মধ্যে ৭ চিকিৎসক রয়েছেন।
ওসমানীর উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা শেষে মোট ১১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। মোট শনাক্তদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
এছাড়াও এদিন চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য কয়েকজন শনাক্ত হয়েছেন।
এদিকে সোমবার শাবির ল্যাবে করোনা শনাক্ত হয়েছে আরো ৩৫ জনের।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে সোমবার সুনামগঞ্জ জেলার ৬৭ টি ও সিলেটের ৯৮ টি নমুনা মিলে মোট ১৬৫ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাডালো ৬ হাজার ৮৯১ জনে।