শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া’র আয়োজনে চাইল্ডফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো এর সার্বিক সহযোগিতায় ইমারজেন্সি ক্যাশ/ফুড এন্ড হাইজিন ম্যাটেরিয়াল সাপোর্ট ফর দি কোভিড-১৯ এ্যাফেক্টেড মোষ্ট ভারনারাবেল চিল্ড্রেন এন্ড কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

আইডিয়া আলোয়-আলো প্রকল্প শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের ৬ টি চা-বাগান এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আলোয়-আলো প্রকল্প উদনাছড়া চা-বাগান এলাকায় ৫৫৪ টি অসহায় পরিবারের মাঝে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করে।

আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমেদ এর সঞ্চালনায় এবং ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী এর সভাপতিত্তে¡ জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ও উদনাছাড় চা-বাগান-এর সহকারী ব্যবস্থাপক হাসান তারেক। অনুষ্ঠানে আলোয়-আলো প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মোহা. আমিনুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাদল তেলেংগা, ষ্টাফ ইউনিয়নের আঞ্চলিক নির্বাচিত সভাপতি স্বপন ভৌমিক, প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম ভ‚ঁইয়া, সিরাজুল ইসলাম ও তৌহিদুর রাহমান, হিলু কান্তি রায়, কমিউনিটি প্রোমোটার মো: সোহেল, প্লাবন তাঁতী প্রমূখ। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য সংবাদ