বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি
ঢাকা থেকে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ করেছে ইতালি। মঙ্গলবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমনটা বলা হয়েছে। গত সোমবার বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তির করোনা ধরা পড়েছে বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় । এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে।