ইতালিতে করোনাভাইরাস নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশিরা

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ইতালিতে নজিরবিহীন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশি প্রবাসীরা। অনেকটাই তীরে এসে তরী ডুবে যাওয়ার মতো অবস্থা। দেশটিতে করোনার উৎপত্তিস্থল চীনের নাগরিকদের চেয়েও অধিক নজরদারিতে বাংলাদেশি অভিবাসীরা। ইতালিতে প্রবাসীরা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। কিন্তু ঢাকা থেকে ইতালিগামী চার্টার ফ্লাইট শুরুর পর ঢাকাফেরত একাধিক প্রবাসী করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়মিতভাবে বাংলাদেশিদের করোনায় আক্রান্তের খবর দেশটির প্রধান প্রধান মিডিয়ায় প্রচারিত হয়ে আসছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে. গত ২৪ ঘণ্টায় রাজধানী রোমে আরও ১২ জন প্রবাসী বাংলাদেশির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগের দিন দেশটিতে বাংলাদেশি আক্রান্ত হয়েছিল ৬ জন। এই নিয়ে কেবল রাজধানীতে ৩৯ জন বাংলাদেশির করোনা শনাক্ত হলো।

সার্বিক পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বাংলাদেশিরা ইতালিতে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছে না এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানছে না বলে প্রশাসনের অভিযোগ। যেটি ইতোমধ্যে একাধিক ঘটনায় প্রমাণিত হয়েছে। যে কারণে বিমানবন্দরগুলোতে কেবল বাংলাদেশি অভিবাসীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে সোমবার থেকে। বাধ্যতামূলক করা হয়েছে কোয়ারেন্টাইন। সবমিলিয়ে ইতালির স্থানীয় প্রশাসনের কড়া নজরদাতি এখন বাংলাদেশিরা। ইতালিতে এখন করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। সর্বাধিক সংক্রমিত অঞ্চল লোম্বাদিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ১১১ জন এবং দেশব্যাপী ২০৮ জন। মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় ৮ জনের। এই মুহূর্তে ইতালিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৯ জন। ঠিক এমন নিয়ন্ত্রিত পরিস্থিতিতে চরম বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ