ছাতকে অজ্ঞাতনামা মহিলার ভাসমান লাশ
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হালদা নদী থেকে এক সপ্তাহের ব্যবধানে অপর আরেক অজ্ঞাতনামা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ভাসমান ওই লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইউনিয়নের ভাতগাঁও (পশ্চিমপাড়া) গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় হালদা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ এসে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করেন।
এ সময় সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন, থানার ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদুর রহমানসহ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ময়না তদন্তের জন্য উদ্ধারকৃত ওই অজ্ঞাতনামা মহিলার লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সোহেল রানা। এরআগে গত ৩০জুন একই এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়।