ধর্মপাশায় বজ্রপাত ও নৌকাডুবিতে ৩ জেলের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের হারিবন হাওরে মশারি জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে বৃহস্পতিবার রাতে আ্উয়াল মিয়া (৩৫) ও বাবলু মিয়া (৩০) নামের দুজন জেলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহত ওই দুইজন জেলের বাড়ি উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামে। এ ছাড়া উপজেলার বাইনচাপড়া হাওরে বাইড় পেতে মাছ শিকার করতে গিয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা উল্টে গিয়ে মো. জাহাঙ্গীর ওরফে কালন (২৫) নামের এক জেলের নিহত হন। নৌকাডুবিতে নিহত হওয়া ওই জেলের বাড়ি উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামে।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের বাসিন্দা বাবলু মিয়া ও আউয়াল মিয়া সহ সাতজন জেলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মশারি জাল দিয়ে উপজেলার হারিবন হাওরে মাছ শিকার করতে যান। ওইদিন রাত নয়টার দিকে আকষ্মিক বজ্রপাতে বাবলু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বজ্রপাতের বিকট শব্দে নৌকা থেকে ওই হাওরের পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন জেলে আউয়াল মিয়া (৩৫)। শুক্রবার সকাল সাতটার দিকে ওই হাওর থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও মুনতাসির হাসান বলেন, হাওরে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে দুজন ও নৌকা ডুবিতে একজন জেলের মৃত্যুর খবর পেয়েছি। ওই তিনটি পরিবারকে সরকারি সহায়তা প্রদানের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।