ছাতকে আরও ১২জনের করোনা পজেটিভ
ছাতকে ক্রমশঃ বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রশাসনের দেয়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশনা না মানার কারনে আক্রান্তের গতি পাগলা ঘোরার মতোই ছুটে চলছে। ফলে নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে এখানকার করোনা পরিস্থিতি।
মঙ্গলবার রাতে সর্বশেষ উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী নতুন আরো ১২জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬জনই শহরের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৪ জনে। নতুন আক্রান্তরা হলো, পৌরসভার ৩জন, উত্তরা ব্যাংকের ১জন, উপজেলা চত্ত্বর এলাকার ১জন, নোয়ারাই এলাকার ১জন ও জাউয়া এলাকার ৬জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ডাক্তার, প্রশাসন ও পুলিশের সকল প্রচেষ্টাই অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেয়া হচ্ছে।