জগন্নাথপুরের পল্লীতে আকবর নামক এক যুবকের আত্মহত্যা
জগন্নাথপুরের পল্লীতে আকবর (২৮) নামক এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় একাধিক সুত্রে জানা যায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রাম নিবাসী মোঃ তল্লুছ মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী আকবর আলী(২৮)গতকাল ২২ শে জুন সোমবার সন্ধ্যার দিকে লোকজনের অগোচরে বসতবাড়ীর গোয়াল ঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। আজ ২৩ শে জুন মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন মৃত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন।