সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির শোক
সুনামগঞ্জ এয়ার লিংক স্যাটেলাইট চ্যানেল এর অন্যতম পরিচালক, মহসীন খান (৫৫) মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ আছর তার তেঘরিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং তেঘরিয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
মহসীন খান এর মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সাংস্কৃতি-ক্রীড়া ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রোজেল আহমদ, কার্য নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, অরুন চক্রবর্তী, হিমাদ্রী শেখর ভদ্র, সহ সম্মানিত সদস্য আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, মাসুক মিয়া, সেলিম আহমদ তালুকদার, শামস শামীম, মাহমুদুর রহমান তারেক, সাহাবুদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন,শামসুল কাদির মিছবাহ, একে কুদরত পাশা, আশিকুর রহমান পীর, রাজন মাহবুব, শহীদনুর আহমেদ, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গির আলম, আমিনুল হক, ফোয়দ মনি, হাসান চৌধুরী, দেওয়ান তসদ্দুক রাজা ইমন, কর্ণ বাবু দাস গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।