সিলেটের দুই ল্যাবে আরো ৭২ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে আরো ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪১ জন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১ নের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদিন ল্যাব কর্তৃপক্ষ ৩৩৫ টি নমুনা সংগ্রহ করেন বলেও জানান এ চিকিৎসক।
ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে সিলেট সদরের ২০ জন, জকিগঞ্জের ৭ জন, ফেঞ্চুগঞ্জের ৩ জন, বিয়ানীবাজারের ৬ জন, কানাইঘাট ২ জন, গোলাপগঞ্জের ২ জন ও সুনামগঞ্জের দিরাই উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।
অন্যদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শাবির ল্যাবে সোমবার ২০২ টি নমুনা সংগ্রহ করে ১৮৮ টির পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।