বিএনপি নেতা মখলিছুর রহমানের মৃত্যুতে জেলা বিএনপির শোক
কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মখলিছুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, তৃনমূলের জনপ্রিয় ও ত্যাগী নেতা, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা ও সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি (ইউপি মেম্বার) মখলিছুর রহমানের ইন্তেকালে জেলা বিএনপি একজন খাটি জিয়ার সৈনিককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ মরহুম মখলিছুর রহমানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।