ছাতক সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, আহত ১

সুনামগঞ্জের ছাতকে ক্রাউন সিমেন্টের অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাফট ভেঙ্গে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় যাত্রীবাহী একটি সিএনজি’র সাথে ধাক্কা লেগে এক মহিলা গুরুতর আহত হন। আহত সাবিনা বেগম (২২) কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাতগাও ইউনিয়নের জালিয়াগ্রামের রুহুল আমিনের স্ত্রী।

সোমবার (২২ জুন) দুপুরে সিলেট সুনামগঞ্জ সড়কে জাউয়া ও কৈতক এলাকার মধ্যবর্তী রাজনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো উ-১১-২১৯৪ সিমেন্ট বোঝাই এ ট্রাকটি দূর্ঘটনায় কবলিত হয়। ট্রাকচালক ঈমান আলী ক্রাউন সিমেন্টের অন্য একটি ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় জাউয়াবাজার থেকে  পুলিশ তাকে আটক করেছে। সে ঢাকা নারায়ণগঞ্জ’র চরসৈয়দপুর এলাকার হানিফ মিয়ার পুত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ