এবার সিলেটে প্লাজমা থেরাপি শুরু
সিলেটের করোনা রোগীদের চিকিৎসায় শুরু হয়েছে ‘প্লাজমা থেরাপি’ সেবা। শনিবার মাউন্ট এডোরা হাসপাতালের ব্লাড ব্যাংকে করোনা জয়ী একজনের প্লাজমা গ্রহণ করা হয়। এরপর তা নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হয়। রোববার মাউন্ট এডোরা হাসপাতালের এজিএম, এবং বিপনন শাখার প্রধান মো. রাশেদুল ইসলাম এ কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হসপিটালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে শনিবার করোনাজয়ী একজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। পরে সেই প্লাজমা প্রয়োগ করা হয় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর শরীরে। গত ৮ জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করে আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটাল।