কুদরতউল্লাহ মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন
কুদরতউল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার (১৩ জুন) রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
মরহুমের নামাজে জানাজা রোববার (১৪ জুন) বেলা ২ টায় কুদরতউল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৩৯ বছর থেকে কুদরতউল্লাহ মসজিদে ইমামতি করে আসছেন। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
শোক প্রকাশ : মাওলানা জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুদরত উল্লাহ মসজিদ কম্লেক্সের মোতয়াল্লি মো. বদরুল ইসলাম ও সেক্রেটারী মুকতাবিস-উন-নূর। এক শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা করেন।