দক্ষিণ সুরমায় প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগপূর্ণ সময়ে সিলেটের দক্ষিণ সুরমার বৃহত্তর নাজিরবাজার এলাকার হতদরিদ্র, গরিব ও লকডাউন পরিস্থিতিতে বিপাকে পড়া মধ্যব্ত্তি শতাধিক পরিবারের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ও সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা মুহাম্মদ মশাহিদ হোসাইনের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীতে ছিলো চাল, ডাল, আলু, তেল, চিনি, ময়দা, পেঁয়াজ, লবন ও রসুনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

দারুল ক্বোরআন নাজিরবাজর মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার (১৩ জুন) নাজিরবাজার মাদরাসা প্রাঙ্গণে গরিবদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ ফয়জুর রহমান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসাইন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইন ও সাংবাদিক রেজাউল হক ডালিম।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে বিশেষভাবে সহযোগিতা করেছেন নাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা মকসুদ হাসান, তরুণ সমাজকর্মী জুয়েল আহমদ, সেবুল মিয়া, নাজিরবাজার মাদরাসার শিক্ষার্থী আবু সাইদ, জাহাঙ্গির আহমদ ও রিয়াজ উদ্দিন।

উল্লেখ্য, বৃহত্তর নাজিরবাজার এলাকার গরিব-দু:খি মানুষের দিকে সর্বদাই সহায়তার হাত বাঁড়িয়ে দেয় যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ মশাহিদ হোসাইনের পরিবার। কিছুদিন আগেও তাঁর বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবি মুহাম্মদ মনির হোসাইনের পক্ষ থেকে কয়েক দফায় ওই এলাকার গরিবদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও গোশতসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এভাবেই তারা সবসময় এলাকার মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়াবেন বলে জানান মুহাম্মদ মশাহিদ হোসাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ