অধ্যাপক কল্পনা তালুকদারের মৃত্যুতে ছাতক উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ, সুসক’র শোক

 

সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্পনা তালুকদার’র মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কলেজের আঞ্চলিক ছাত্র সংগঠন ছাতক উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ, সুসক।

শনিবার (১৩ জুন) এক শোক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ‘সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্পনা তালুকদার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবকতুল্য গুণীজনকে হারালাম। হারালাম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। যার শূন্যতা অপূরণীয়। তার মৃত্যুতে আমরা শোকাহত।’ বিবৃতিতে সদ্য প্রয়াত অধ্যাপক কল্পনা তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

বিবৃতিদাতারা হলেন ছাতক উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ’র সভাপতি ফজলুল করিম সুমন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিয়াদ, সিনিয়র সহ সভাপতি সেবুল মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক অরবিল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সুমাইল আহমেদ, গণ-যোগাযোগ সম্পাদক জামিল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবার সকালে সুনামগঞ্জের উকিল পাড়াস্থ নিজস্ব বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক কল্পনা তালুুকদার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অধ্যাপনা শুরু করেন। সর্বশেষ সুুনামগঞ্জ সরকারি কলেেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসরে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ