সিলেটে আরো ৫৪ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আরো ৫৪ নের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানী হাসপাতালের ল্যাবে ৪০ জন ও শাবির ল্যাবে ১৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান ওসমানী হাসপাতালে ৪০ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন শনাক্তদের বেশিরভাগই সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সংখ্যা এখন ১ হাজার ২৭৭ জন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের সকলেই সুনামগঞ্জ জেলার। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন শাবির ল্যাবে শুক্রবার ২১৯টি জমা হয়। এর মাঝে ৯৪ টির নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন ১৪ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩ জনে।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ১১৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৪৩৩ জন, হবিগঞ্জে ২২৭ জন ও মৌলভীবাজারে ১৭৮ জন রয়েছেন। সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। সিলেট বিভাগে মৃত্যু ৪৪ জনের।

এ বিভাগের অন্যান্য সংবাদ