সিলামে রাস্তার পাশে বস্তাবন্দী যুবকের লাশ

দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার সিলাম ধোপাঘাটের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখ থেঁতলে যাওয়ায় চিনা যাচ্ছে না। তাছাড়া মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জালালাবাদকে বলেন, ধোপাঘাটে রাস্তার পাশে একটি বস্তার ভেতর প্যাকিং করা অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়েছিলো। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ বিকেল ৩টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতদেহের মুখ চেনা যাচ্ছে না। মৃত ব্যক্তির বয়স ৩০-৩২ হবে। মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরো বলেন, মনে হয় অন্য জায়গা থেকে তাকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণনা দেয়া হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ