কালের সিলেট ডটকম’র সম্পাদকের জন্মদিনে

 

রবিবার (৭ জুন) কালের সিলেট ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ সুজন মিয়ার জন্মদিন সীমিত পরিসরে পালন করেন পরিবার, বন্ধু, ছোট-বড় ভাই, সহপাঠী ও সহকর্মীবৃন্দ।

প্রথমে কালেট সিলেট টিভির স্টুডিও তে সহকর্মীদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কালের সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার রাব্বি আহমেদ, সিলেট সিটি প্রতিনিধি শাহ হোসাইন, কালের সিলেট টিভির ভিডিও এডিটর মুস্থাকিম ছাদী এবং কালের সিলেট টিভির উপস্থাপক আখলাকুল আম্বিয়া।

এরপরে এলাকার ছোট-বড় ভাইদের আয়োজনে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, মোহন আহমেদ, লায়েক আহমেদ, শ্যামল, মেজো আব্দুল্লাহ সহ আরও কয়েকজন।

পরে সানপাওয়ার এসোসিয়েশন, সিলেট’র পক্ষ থেকে কেক নিয়ে আসেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুহিত, আব্দুল খালেক, মোঃ লোকমান ও আফজাল তালুকদার। তাদেরকে নিয়ে কেক কাটেন সানপাওয়ার এসোসিয়েশন, সিলেট’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুজন মিয়া।

পরিশেষে তিনি তাঁর পরিবারের সাথে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন।

এ সময় মোঃ সুজন মিয়া বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কঠিন সময়ে সবাই যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন তা মুখে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না।
জন্মদিনে যারা বিভিন্ন গণমাধ্যমে এবং সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ