সিলেট বিভাগে নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোবাবার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। নতুন ২৫ জনের মধ্যে পুরনো রিপোর্টও আছে, যা দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর, গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে জুড়ী উপজেলার বাসিন্দা রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্ত ল্যাবে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে ।রোববার ৮৪ টি রিপোর্ট আসে। আর এতে করোনা শনাক্ত হয় ৩ জনের।
আক্রান্ত ৩ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।