সিলেটে একদিনে ৪১ জন করোনায় আক্রান্ত

সিলেট জেলায় আক্রান্তের দিন দিন বেড়েই চলেছে। একদিনে নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট সদর, কানাইঘাট, বিয়ানীবাজার বিশ্বানাথ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও জৈন্তাপুরের বাসিন্দা রয়েছেন।

শুক্রবার ২২ মে সিলেটে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ৪১ শনাক্ত হন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এর আগে ২১ মে বৃহস্পতিবার সিলেটে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং সিলেট বিভাগজুড়ে মোট শনাক্ত হন ৬১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ