বালাগঞ্জে ঈদের উপহার সামগ্রী দিলেন গোলাম রব্বানী
সিলেটের বালাগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানীর অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় হয়রানিমূলক মামলা ও নির্যাতনের শিকার দলীয় নেতাকর্মী ও সিএনজি-অটোরিকশা শ্রমিকসহ প্রায় ৬শত মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২১মে বেলা ২টায় বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের ইসলামপুর-নুরপুরস্থ মোহাম্মদ গোলাম রব্বানীর বাড়িতে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো- চিনি, ময়দা, ভোজ্য তেল, সুজি, সেমাই, লাচ্ছি ও গুড়ো দুধ।
খাদ্য সামগ্রী প্রদানকালে আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মুজিবুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নসর আলী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক হারুন মিয়া, উপজেলার বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাবরু মিয়া, কৃষক দলের আহবায়ক হেলাল নির্ঝর, বিএনপি নেতা মাসুক মিয়া, কারী আব্দুস ছাত্তার। উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক মিজু আহমদ লুলু, যবদল নেতা শুভ লস্কর, শাহজান আহমদ, শাহনেওয়াজ রাজিব, শ্রমিক দল নেতা সুহেল আহমদ, মো. আলী, রুবেল আহমদ, ছাত্রদল নেতা নোমান আহমদ লস্কর, জাবুল আহমদ, ইকবাল হোসেন, মাহবুব আহমদ ও রাজু আহমদ প্রমুখ।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, প্রথম দফায় করোনার প্রাদূর্ভাব শুরুর পর আমার দাদার নামে প্রতিষ্ঠিত চ্যারিটি সংস্থা ‘খোর্শেদ মোহাম্মদ চ্যারিটির (কেএমসি)’ পক্ষ থেকে ‘কোভিড-১৯ কনশাসনেস এন্ড হেল্পিং ক্যাম্পেইন’র মাধ্যমে আমার নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় চাকরিজীবি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বাস্থ্যসহায়ক সামগ্রী (হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ডেটল সাবান) বিতরণ করা হয়।
একই সাথে দ্বিতীয় দফায় দলীয় শতাধিক নেতাকর্মীর ঘরে-ঘরে একমাসের চাল-ডাল পৌঁছে দেয়া হয়। পাশাপাশি সেসময় সহস্রাধিক অসহায় পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, এছাড়াও অসহায় পেশাজীবি মানুষের দূরগোড়ায় নিরবে নিভৃতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সুদূর লন্ডনে থাকা কেএমসি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রব্বানী।