সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গোলাপগঞ্জের ২ জন
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নোয়াই গ্রামের আবুল খান (২২) ও লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের রোমানা বেগম (২০)।
সোমবার (১৯ মে) সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বাড়িতে ফিরেছেন আব্দুল খালিক ও রোমানা বেগম। গতকাল তাদেরকে শামসউদ্দিন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সিলেটের ল্যাবে করোনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।