সোমবার থেকে খুলছে হাসান মার্কেট

তিনদিন বন্ধ রাখার পর সোমবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত নগরীর বন্দরবাজারের হাসান মার্কেট খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার দুপুরে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে মার্কেটটি।

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইছ আলী বলেন, মেয়রের অনুরোধে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম নগরীর অনেক দোকানপাটই খোলা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখবো।

গত শুক্রবার বিকেলে হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠকে বসেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মার্কেট দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ