সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
শপিংমল, বিপনীবিতান, দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। আজ শুক্রবার বিকেলে নগর ভবনে সিলেটের সকল ব্যবসায়ীরা বৈঠকে বসেন। এসময় সকল ব্যবসায়ীরা আল হামরা, সিটি মার্কেট, হাসান মার্কেটসহ সকল বিপনীবিতান, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিংমল, বিপনীবিতান, দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেটোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেল, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপনসহ আরও অনেক ব্যবসায়ীবৃন্দ।
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সিলেটের সকল ব্যবসায়ীরা নেতারা একমত পোষন করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।