ছাতকে নমুনা সংগ্রহের ১৪ দিনে জানা গেল তিনি করোনা আক্রান্ত!
সুনামগঞ্জের ছাতকে ঢাকা ফেরত এক গার্মেন্টস কর্মী করোনার পরিক্ষার জন্য নমুনা দিয়ে ফের ঢাকায় চলে গেছেন। আর ১৪ দিন পর তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রাজিব চক্রবর্তী তার রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন। ওই যুবক ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
জানা যায়, ছাতকের কালারুকা ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ঐ যুবক ঢাকা থেকে বাড়িতে আসার খবর পেয়ে গত ২২ এপ্রিল সন্দেহে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা সংগ্রহের পর তাকে বাড়িতেই আলাদা কক্ষে থাকার জন্য নির্দেশনা দেয় প্রশাসন।
কিন্তু রিপোর্টের আসার আগেই গত (৩ মে) তিনি আবার ঢাকা চলে যান। গত (৫ মে) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তার শরিরে করোনা পজেটিভ এসেছে।
এদিকে একই গ্রামের চট্রগ্রাম ফেরত এক যুবক নমুনা দিয়েই পার্শ্ববর্তী গ্রামে তার নানা বাড়িতে চলে যান। রিপোর্ট আসার পর প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হলেও যে বাড়িতে সে অবস্থান করেছিলো সেটির ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানিয়েছেন, ঢাকায় চলে যাওয়া ওই যুবককে বাসায় থাকতে বলা হয়েছিলো। সে নির্দেশনা না মেনে ঢাকা চলে গেছে খবর পেয়েছি। তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এবং খবরাখবর নিয়ে অপর আক্রান্তের নানা বাড়িও লকডাউন করা হবে।