সিলেটে করোনা থেকে সুস্থ ৫ জন, ফুলেল শুভেচ্ছা

সিলেটে করোনা থেকে সুস্থ হওয়া এক ইন্টার্ন চিকিৎসকসহ ৫ জন রোগীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

বুধবার দুপুর ১টায় তাদের বিদায় জানান মেয়র আরিফুল হক চৌধুরী এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তত্বাবধায়ক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান। এ হাসপাতাল থেকে প্রথম এক সাথে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ