শাল্লায় আরও ৫ জনের করোনা পজেটিভ
সুনামগঞ্জের শাল্লায় উপজেলায় আরও পাঁচ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে শাল্লায় আটজন করোনা আক্রান্ত হলো।
নতুন পাঁচ জন আক্রান্তের মধ্যে তিনজন হাসপাতালের স্টাফ বলে জানা গেছে।
গত ২২ ও ২৪ এপ্রিল মোট ৫০ জনের নমুনা পাঠানো হয়েছিল এদের মধ্যে পাঁচ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।
নতুন করে পাঁচ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান।
জানা গেছে, আক্রান্তদের কারো মধ্যে করোনার কোন উপসর্গ নেই।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমরা ৫০ জনের নমুনা পাঠিয়েছিলাম এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। এদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করছি।