ছাতকে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী নুরুল ইসলাম এমবিই, ছুরত আলী, বাচ্ছু মিয়া ও সানাওয়ার আলীর যৌথ অর্থায়নে উপহারস্বরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
করোনা ভাইরাস পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া সিংচাপইড় (মাঝপাড়া) গ্রামের ৯০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রোববার দিবাগত রাতে প্রবাসীর স্বজনরা খাদ্য সহায়তা ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ নিয়ে একটি প্যাকেট তৈরি করে উপকারভোগী পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দেন।