বন্ধুর দায়ের কোপে প্রাণ গেল বন্ধুর

ধর্মপাশায় বন্ধুর দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামের আরেক বন্ধু খুন হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মিলন মিয়া রংপুরহাটি গ্রামের বাসিন্দা ফজর আলীর ছেলে রবিউল মিয়ার ঘনিষ্ট বন্ধু। মিলন মিয়া স্থানীয় একটি খাবারের দোকানে কাজ করে। বন্ধুত্বের সুবাদে একে অপরের বাড়িতে যাওয়া আসা করতো। গত শনিবার রাত ১১টার দিকে রবিউলের বাড়িতে দুই বন্ধুর মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে রবিউল ধারালো দা দিয়ে মিলনের পেটে কোপ দিলে মিলনের মৃত্যু হয়। ঘটনার পরপরই রবিউল পালিয়ে যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ