র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

দক্ষিণ সুনামগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদালয় করেছ্যোপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) ।
আজ দুপুরে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের নিম্নমান অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ