দিরাইয়ে মধ্যরাতে ১৯ জুয়াড়ি আটক

সুনামগঞ্জ জেলার  দিরাইয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর বাজারে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

থানাপুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের পেয়ে থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল’র নেতৃত্বে এসআই রুপক কর্মকার, এসআই আব্দুল আলিম, এএসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়ারিকে আটক করেন।

আটককৃতরা হলেন- ধলুয়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র রাজন মিয়া (২৪), মৃত হাফিজ উদ্দিনের পুত্র আব্বাস উদ্দিন (৫০), মদরিছ আলীর পুত্র গোলাপ উদ্দিন (৩৭), মোছন আলীর পুত্র তারা মিয়া (৩৮), মৃত আব্দুর রহমানের পুত্র আসাদ মিয়া (৩৪), রফিকুল ইসলামের পুত্র হেলন মিয়া (৩১), গচিয়া গ্রামের রথিন্দ্র দাসের পুত্র শ্যামল দাস (৩৫), আলী আহমেদর পুত্র বাবুল মিয়া (৩০), দিলশাদ মিয়ার পুত্র আকরাম (২৬), ইস্তার মিয়ার পুত্র পাবেল মিয়া (৩০), ছামির আলীর পুত্র মোঃ রুমন মিয়া (৩০), আব্দুল মোতালিবের পুত্র মোঃ শাহিন মিয়া (২৯), মধুপুর গ্রামের মৃত জাহির আলীর ছেলে মোঃ হারুন মিয়া (৩৮), মৃত আয়াজ আলীর পুত্র মোঃ রবিউল আলম (৩০), ফয়জুর রহমানের পুত্র মোঃ ইমামুল ইসলাম (৩০), মৃত আব্দুল ওয়াজিদের পুত্র আঃ মজিদ (৬১), মির্জাপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র বশির মিয়া (৩৮), জটিচর গ্রামের মৃত অর্জুন বিশ্বাসের পুত্র ধনঞ্জয় বিশ্বাস (৫০), বেগমগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের পুত্র মোঃ আকমল হোসেন (৩২)।
স্থানীয়রা জানান, আটককৃতরা মধুপুর বাজারে নিয়মিত জুয়ার আসর চালিয়ে আসছিলো। বর্তমানে করোনাকালেও তা অব্যাহত ছিলো।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ