লকডাউন অমান্য, সিলেটে জরিমানা আদায়

সিলেট নগরীর কোতয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-৯। সরকার ঘোষিত লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সাড়ে ১২ টা থেকে ঘন্টাব্যাপী অভিযানে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ৫ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তিকে ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বিত অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের অপারেশন কমান্ডার সত্যজিৎ কুমার ঘোষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ