সুনামগঞ্জে দুই জনের করোনা জয়

সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার দুপুরে দীর্ঘ ১৫ দিন চিকিৎসা নেয়ার পর আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেও ছাড়পত্র দেয়া হয়।

তবে নিরাপত্তার স্বার্থে তাদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুর গ্রামের ৩৩ বছর বয়সী এক সৌদি আরব প্রবাসী স্ত্রী ও ১৫ এপ্রিল থেকে ঢাকা থেকে আগত ২৭ বছরের এক যুবক করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা করান। তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়।

সুনামগঞ্জে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জে ২ জন, শাল্লায় ৩ জন, জামালগঞ্জে ২ জন, জগন্নাথপুরে ২ জন, ছাতকে ২ জন এবং দিরাই উপজেলায় ১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ