উন্মুক্ত স্থানে গোয়ালা বাজার- তাজপুর

সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজার ও তাজপুর বাজারের মাছ, মাংস, ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রাখতে স্থানান্তরিত করে উন্মুক্ত স্থানে বসানো হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালাবাজারের কাঁচা বাজার ও মাছ বাজার সিলেট-ঢাকা মহাসড়কের লাইটেস স্ট্যান্ডে এবং তাজাপুরের বাজার স্থানান্তর করে তাজপুর মঙ্গলচন্ডী বাজারের মধ্যখানে হাউলী নামক স্থানে বসানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, ৩ ফুট দূরত্ব বজায় রেখে ক্রেতাদের পন্য ক্রয় করতে বলা হয়েছে। উপজেলার অন্যান্য বাজারগুলোও একই ভাবে স্থানাস্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ