কোম্পানীগঞ্জের ওসি প্রত্যাহার
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানুসহ ৪ জনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহারকৃত চার জনকেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান।
ওসি সজল কুমার কানু গত বছরের ২৯ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ওসি ছিলেন।
টাকার বিনিময়ে দেশে অবৈধভাবে ভারতীয় গরু পাচার নিয়ে ৩১ মার্চ জাতীয় দৈনিক যুগান্তরে ‘কোম্পানীগঞ্জ সীমান্ত : গরু পাচার নিয়ে ওসি-লাইনম্যান কথোপকথন’ শিরোনামে অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়।