করোনা তহবিল: বালাগঞ্জের শিক্ষকদের অনুদান
করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মহামারিতে পরিস্থিতি মোকাবিলায় প্রধাননমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অনুদান দিচ্ছে। এরই অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধাননমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন।
বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া বলেন, সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বাংলা নববর্ষ ভাতার ২০% হারে ২ লক্ষ ২৪ হাজার ৮৯৮ টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবরে প্রেরণ করা হয়েছে।
এদিকে ওসমানীনগর উপজেলার প্রাথমিক দফতরের কর্মকর্তা-মর্কচারী ও শিক্ষকদের পক্ষ থেকে ৩ লক্ষ ৭০ হাজার ৯৯ টাকা ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।