কুয়েতে করোনায় আক্রান্ত ১৬০ বাংলাদেশি, ৩ জনের মৃত্যু

কুয়েতে করোনাভাইরাসে আজ মঙ্গলবার আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওই বাংলাদেশির কোনো তথ্য না পাওয়া গেলেও তাঁর বয়স ৫৯ বছর বলে জানা গেছে। এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছে আরো আট বাংলাদেশি। এ পর্যন্ত দেশটিতে মোট ১৬০ জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছে। অপরদিকে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, এই পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে বিভিন্ন দেশের মোট দুই হাজার ৮০ জন শনাক্ত হয়েছে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আট বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৮৫ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন দুই হাজার ৮০ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছে মোট ৪৬ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

দেশটিতে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪১২ জন। আজ এক বাংলাদেশির মৃত্যু নিয়ে দেশটিতে মোট ১১ জনের মৃত্যু হলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ