দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাজি তারিক মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০) ও একই উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ দাসের ছেলে মিন্টু দাস (২৮)।
এ দূর্ঘটনায় পশ্চিম পাগলা ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে রেজাউল হক (২৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শত্রুমর্দন বাগেরকোনা এলাকা থেকে জিয়াউর রহমানসহ ৩ জন মোটরসাইকেল করে আঞ্চলিক মহাসড়ক দিয়ে আসা শান্তিগঞ্জ বাজারে আসার পথে সুনামগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কে পাগলা বাজার এলাকার সড়কে আসার পর সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় পরে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদেরকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের কৈতক হাসপাতালে নেয়ার পর মিন্টু দাস নামের একজনের মৃত্যু হয়।
সিলেট – সুনামগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আমির উদ্দিন জানান, শনিবার বিকেলে মোটরসাইকেলটি পাগলা বাজার এলাকায় সড়কে উঠার সাথে সাথে ট্রাকটি ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ