পিতা-মাতার কবরের পাশে সমাহিত ডা. মঈন
ছাতকের নাদামপুরে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হলো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ডা. মো. মঈন উদ্দিনকে।
দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।
আজ রাতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় পরিবারে লোকজন ও আত্মীয়স্বজনসহ ২০/২৫ জনের মতো মানুষ উপস্থিত হন৷
মরহুম মোঃ মঈন উদ্দীনের ৬ জন স্বজনকে পিপিই পড়িয়ে দাফন কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। তবে শর্ত দেয়া হয়, তাদের ১৪ দিনের কোয়ারাইন্টাইনে থাকতে হবে।
জানাজার নামাজের ইমামতী করেন মাস্টার ইসরাফীল আহমদ।
এর আগে ঢাকার লাশ দাফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে মরদেহ গোসল ও কাফন পড়ানো হয়।
উল্লেখ্য, সিলেটে করোনা আক্রান্ত প্রথম রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রোগ ধরা পড়ে। পরে চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। তার শরীরিক অবস্থার উন্নতি না হলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। পরে ৮ এপ্রিল সেখান থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৪টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।