করোনায় সিলেটের সেই চিকিৎসকের মৃত্যু
করোনায় আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে দেশে এই প্রথম কোনও চিকিৎসক মারা গেলেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর ডা. মইনের উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। মঙ্গলবার অবস্থার একটু উন্নতি হয়েছিল বলেও একাধিক সূত্রে জানা যায়। তবে বুধবার ভোরে তিনি মারা যান।