চিপস দেয়ার কথা বলে চার বছরের শিশু ধর্ষণ

চার বছরের শিশুকে চিপস দেয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলায়।

এ ঘটনায় শিশুর দাদা-বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পাঁচ দিনেও আসামি গ্রেফতার হয়নি।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের ছাদির মিয়ার বাড়ির পাশে ৬ এপ্রিল ডোবা থেকে সেচ দিয়ে মাছ ধরছিল স্থানীয়রা। শিশুটি মাছ ধরা দেখতে ছিল। এ সময় অভিযুক্ত ছাদির মিয়ার ছেলে কাউছার শিশুটিকে চিপস দিবে বলে ডেকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে এক প্যাকেট চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি কান্না করতে দেখে তার মা কারণ জানতে চাইলে সে বিস্তারিত বলে। পরদিন সকালে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে কুমিল্লা কলেজ মেডিকেল হাসপাতালে রেফার করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউসুফ আলী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ৮ এপ্রিল মামলা হয়েছে।আসামিকে গ্রেফতারের করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ