প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের কারণে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছে সরকার। এ সময় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দেশের পরিস্থিতি ভালো হলে ছুটি শেষে কিছু দিন ক্লাস নিয়ে সময় সমন্বয় করে প্রথম সাময়িক পরীক্ষা নেয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে প্রাথমিকে সংসদ টেলিভিশন ও আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। বাড়িতে বসে শিক্ষার্থীরা পড়ছে। বাড়িতে বসে শিক্ষার্থীরা যাতে আরও ভালোভাবে পড়ালেখা করতে পারে সে জন্য আমরা আরও বেশ কিছু উদ্যোগ নিচ্ছি।
প্রসঙ্গত, আগামী ১৫ থেকে ২৪ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়সূচি ছিল।