হবিগঞ্জে একজনের করোনা শনাক্ত

এবার হবিগঞ্জে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার নারায়ণগঞ্জ থেকে আসা ২৫ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ।

নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা: শামীমা আক্তার জানান, আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসছে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আক্রান্ত ব্যক্তির নাম জানাতে অনিহা প্রকাশ করেছেন সদর হাসপাতালের আরএমও ডা: শামীমা আক্তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ