শবেবরাতের রাতে সিলেটে যুবক খুন
পবিত্র শবে বরাতের রাতে সিলেটের টুকেরবাজারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি হায়দরপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে ফাহিম আহমদ (২৪)।
তিনি কাতার প্রবাসী বলে জানা গেছে৷
নিহত ফাহিম ৪ মাস আগে কাতার থেকে দেশে ফিরেন।
বৃহস্পতিবার রাতে সুরমা নদীর তীর সংলগ্ন হায়দরপুর পুরাতন জামে মসজিদের পাশে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জালালাবাদ থানাপুলিশ।