অবস্থার অবনতি
সিলেটে করোনায় আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় প্রেরণ
সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর আগে তাঁকে নিজ বাসা থেকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইস ধরা পড়ার পর তিনি প্রথমনে নিজ বাসাতেই চিকিৎসায় ছিলেন।
আজ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।
মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে আজ বুধবার সকাল থেকে তিনি একটু সুস্থ আছেন বলে জানানো হয় হাসপাতাল থেকে। কিন্তু দুপুরে আবার অবনতি হয়।